Paradox

আপার্তবৈপরীত্য (Paradox)




আমরা প্রতিনিয়ত সময়ের নিয়মে চলতে বাধ্য । সময়ের নিয়ম মানে,  বর্তমানে আমি নিবন্ধটি লিখছি বা সবে শুরু করেছি । ভবিষ্যতে আপনি আমার অতীতের লেখা paradox নিবন্ধটি  পড়ছেন । এখন যদি এমন হয়, আমি অতীতে গিয়ে নিবন্ধটি যদি ওয়েব পেজ থেকে মুছে ফেলি, তবে আপনি যেটা ভবিষ্যতে পড়বেন,  সেটা কোন নিবন্ধ ছিল । এটি প্রথম টাইমলাইনে একটি আপার্তবৈপরীত বা প্যারাডক্সের জন্ম দিয়েছে । অর্থাৎ আমরা অতীতে গেলে , সময় নিয়ে আমরা বিভিন্ন খেলা করতে পারি, যাতে অনেক কূটাভাস (paradoxes) এর জন্ম দেয় । এই কারণে বড়ো বড়ো বিজ্ঞানীদের ধারণা ছিল (হ্যাঁ পাঠক ছিল এখন নেই, কারন অন্য থিওরি  এসেছে) অতীতে আমরা কখনো যেতে পারবো না ।



প্যারাডক্স এর প্রথম ধারণা এই মহাবিশ্বকে দিয়েছিলেন জিনো অফ ইলা ( Zeno of Elea ) । উনার তৈরি প্রথম প্যারাডক্স শোনার আগে আপনি ক্যালকুলেটর হাতে নিয়ে নিন । এটা জানার পর আপনি হিসাবের মোহে ডুবে যাবেন । প্যারাডক্সটি হলো :- আপনাকে বলা হলো আপনি এক মিনিটে ১০০ মিটার রাস্তা অতিক্রম করেন । তবে এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আপনার সময় কত লাগবে ? এর মধ্যে জিনো বলেন আপনি একেবারে এই রাস্তা অতিক্রম করতে পারবেননা ।  প্রতিবার আপনি মাত্র অর্ধেক রাস্তায় যেতে পারেন । অর্থাৎ আপনি প্রথমে ৫০০ মিটার যাবেন পরে ২৫০ মিটার যাবেন । এই ভাবে আসলে আপনি কোন দিনই এক কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন না । হিসাব করে দেখুন । এটাই হল বিখ্যাত জিনো অফ ইলার সৃষ্টি ডিসটেনশ প্যারাডক্স বা দূরত্বের আপার্তবৈপরীত্য ।



 তাই সময় যখন নিজের নিয়মে চলবে, তখন প্যারাডক্সের কোন সৃষ্টি হবে না । আপনি যদি সময় যাত্রা করে ভবিষ্যতে যান, তবেও কোনো প্যারাডক্স সৃষ্টি হবে না । কিন্তু এই সময় যাত্রা করে যদি আপনি অতীতে যান,  তবেই বিপদ । কোনো কারণে পুরো টাইমলাইন যদি কোনো পরিবর্তন করেন তবে প্যারাডক্স সৃষ্টি হবে । ধরুন আপনি এই মুহূর্তে ভাবলেন,  যে আপনি অতীতে যাবেন এবং অতীতে গিয়ে নিজেকে হত্যা করবেন । এবং আপনি তাই করলেন ।তবে ভবিষ্যতে কে ভেবেছিলেন যে নিজেকে হত্যা করবেন । এটা খুবই জটিল ব্যাপার ।



এই অতীতে  সময় যাত্রা করার ফলে যে প্যারাডক্স গুলি সৃষ্টি হবে তা হলো :- 
১.প্রিডেস্টিনেশান প্যারাডক্স (Predestination Paradox)
২. বুটস্ট্র্যাপ প্যারাডক্স (Bootstrap Paradox)
৩.গ্র্যান্ডফাদার প্যারাডক্স(Grandfather Paradox ) 
৪. লেট্স কিল হিটলার প্যারাডক্স (Let's kill Hitler Paradox)
৫. পোলচিনস্কিস্ প্যারাডক্স (Polchinski's Paradox ) 

এই প্যারাডক্স গুলি পরবর্তী নিবন্ধে এক একটা আলোচ্য হবে । এই প্রতিটি প্যারাডক্স কিন্তু শুধুমাত্র অতীতে সময় যাত্রা করলে হবে । তাই যদি কোনদিন অতীতে সময় যাত্রা সম্ভব হয়, তবে কিছু আইনি বাধ্যবাধকতা থাকবে । আইন করা হবে ভবিষ্যতে কোনো তথ্য দেওয়া যাবে না এবং সময় যাত্রী টাইমলাইন পরিবর্তন হবে এমন কিছু করতে পারবেন না।  কিন্তু এটাও সম্ভব যে,  অতীতে কোনো ঘটনা আপনি পরিবর্তন করার জন্য সময় যাত্রা করেন , তবে মনে রাখবেন ভবিষ্যতে এই ঘটনার জন্য আপনি দায়ী হবেন । অর্থাৎ এই ভাবে পরিবর্তন করতে গেলে আপনি একটি ক্যাসুয়াল লুপে ( Casual Loop ) চক্রাকারে আবর্তিত হবেন ।  যা আপনার কাছে বৃথা চেষ্টা করা হবে ।



এটা শুনে আপনি খুশি হবেন,  এমন থিওরি এসে গেছে, যা দিয়েই প্যারাডক্সের প্রবলেম মিটে যাবে সম্পূর্ণভাবে । এই মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ডে সকল কণার হুবহু  সদৃশ  অসংখ্য কণা  আছে । অর্থাৎ ধারণাটি হলো প্যারালাল্ড ওয়াল্ড । যদি কোনো প্যারাডক্স সৃস্টি  হয় , তবে তার সঙ্গে প্যারালাল্ড ওয়াল্ডের অসংখ্য কপি তৈরি হবে । এই আলোচনা করা হবে পরবর্তী নিবন্ধে । 




সমাপ্ত

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ