সময় যাত্রা ১

সময় যাত্রা ১



আমরা মানব জাতি, ভদ্র মানবজাতি আমরা অতীতে এত ভদ্র বা সভ্য ছিলাম না । অনেক প্রশ্ন আমাদের মধ্যে উৎপন্ন হয়েছে । অনেক উত্তর মিলেছে । আবার কিছু প্রশ্নের উত্তর মেলেনি । এই খুঁজে পাওয়া প্রশ্নের উত্তরগুলি দিয়ে আমরা আধুনিক হয়েছি  । না খুঁজে পাওয়া প্রশ্নগুলি দিয়ে, আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী হব আশাকরি ।



আমরা একবারে আধুনিক বা ভদ্র প্রাণীতে রূপান্তরিত হইনি।ধাপে ধাপে হয়েছি । দীর্ঘ সময় লেগেছে । আমাদের মস্তিষ্কের বিকাশ হয়েছে, অঙ্গ-প্রত্যঙ্গের পরিবর্তন হয়েছে, সবই এই ধাপগুলিতে ধীরগতিতে ঘটেছে । কিন্তু সময় লেগেছে অনেক । তাই আমাদের সেই বন্যপ্রানী পূর্ব পুরুষের কাছে যেতে হলে,  আমাদের বনে বা জঙ্গলে থাকা অভ্যাস করতে হবে ।  আধুনিক জীবনযাত্রাকে ধীরগতিতে ত্যাগ  করতে হবে । অভ্যাস গুলিকে পরিবর্তন  করতে হবে । আমাদের এই উল্টোগতিতে চলার জন্য প্রাকৃতিক নির্বাচনে বিজয়ী হতে হবে । তবে বহু বছর পর, আমরা আমাদের পূর্বপুরুষের রূপে আসতে পারি ।  আবার পরাজয় স্বীকার করে বিলুপ্ত ও হতে পারি ।





মনে করুন আপনি সেই ব্যক্তি যাদের পূর্বপুরুষ এই উল্টোগতি যাওয়া শুরু করেছিলেন । এবং এক পুরুষ থেকে অন্য পুরুষে অবগত করানো হয়েছে যে তারা কি করছেন । আপনি এখন পুরাতন মানুষের পরিবর্তন হলেন । এখন বড় বড় বাড়ি ঘর নেই।  অফিস নেই । রাস্তা নেই । কার্বন-ডাই-অক্সাইড জ্বালাতন করে না । আপনি ভাবলেন ,আপনি সময় যাত্রা করেছেন । হ্যাঁ সঠিক ভাবছেন । তবে পরীক্ষাটা না করলেও পারতেন । কারন আমরা প্রতিনিয়ত সময় যাত্রা করি । এই যাত্রা ভবিষ্যতের দিকেই হয় । যদি এমনটি হয় , তবে মনে করবেন,  আপনি মানব জাতির ভবিষ্যৎ , বনে ফিরে যাওয়া ঠিক করেছেন ।




তাই সময় যাত্রা আমরা প্রতিনিয়ত করছি । কিন্তু ভবিষ্যতের দিকে , অতীতের দিকে নয় ।বর্তমানে ভাল কর্মের মাধ্যমে,  স্বর্ণ ইতিহাস তৈরি করে, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াকে সময় যাত্রা বলা হয় । যেমন আমি এই নিবন্ধটি ২০২১ শে মার্চ মাসে, ১৫ তারিখে লিখছি । আর আপনি, আপনার চলভাষে বা কম্পিউটারে পড়ছেন এবং হাসছেন। ও ভাবছেন, উক্ত লেখক কি ভবিষ্যতে একটু তারাতারি সময় যাত্রা করতে পারেন । আমি আপনাকে বলছি,  একদম নয় । কারন  আমার  ও আপনার সময় যাত্রা ভিন্ন ভাবে হতে পারে । কিন্তু সময়ের গতি একই থাকে । নমস্কার ॥  

--- সমাপ্ত ---- 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ