সময় যাত্রা ২
সময় সরলরেখায় এবং একমুখী গমন
মানুষ মাত্রই ভুল করে । আমরা সব সময় চিন্তা করি অতীতের ভুল গুলি ঠিক করে যদি আসতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও এবং আরও সুন্দর হবে । আমাদের জীবনকালে কিছু ঘন্টা বা দিন বা মাস এই ভেবেই অতিক্রান্ত করি । কিন্তু এইরকম ঘটনা কোনদিনও ঘটে না । এর এক এবং একমাত্র কারণ কাল বা সময় আপন গতিতে চলে । এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো :- কাল আপন গতিতে ঠিক কোনদিকে চলে ?
আমরা ভালোভাবে জানি যে সময় চলছে তাকে বলে বর্তমান, তার আগের সময় অতীত, তার পরে আসবে ভবিষ্যৎ । অর্থাৎ সময় চলে সরলরেখায় অতীত-বর্তমান-ভবিষ্যৎ । কিন্তু সময় কখনও ভবিষ্যৎ-বর্তমান-অতীত ও বর্তমান-অতীতের দিকে চলেনা । অর্থাৎ আমি যে ফ্লোচার্ট গুলি দেখালাম তা প্র্যাকটিক্যালি বলা যায় । অর্থাৎ যা প্র্যাকটিক্যালি সম্ভব হয় না, তা আমরা থিওরিক্যাল ভাবি । অর্থাৎ বর্তমান থেকে অতীতের দিকে সময় চললে কি হবে ? বা অতীত থেকে ভবিষ্যতের দিকে সময় চললে কি হবে ? পাঠক আপনি ভাবছেন এই প্রশ্নগুলো আপনার মনে একবার হলেও উদয় হয়েছিল ।
আমি এই নিবন্ধে একটি ঘটনা বলতে চাই। যা সত্য-মিথ্যা যাচাই আমি একান্ত ভাবে করে দেখিনি ।ঘটনাটি হল :- এক ভদ্রলোক একদিন ঘর থেকে হঠাৎ হারিয়ে যান । তার বাড়ির লোক তাকে খোঁজাখুঁজি করেন । পুলিশে জিডি পর্যন্ত করেন । কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না । এই ভাবে একদিন, দু'দিন পার হওয়ার পর, উনারা হাল ছাড়লেন । এবং বুঝলেন আর হয়তো সেই লোকটিকে খুজে পাওয়া যাবেনা । তিনদিন পর সেই ভদ্রলোকে তাদেরই ঘরে অবচেতন অবস্থায় পাওয়া গেল । ডাক্তার দেখানো হলো । উনি যখন স্বাভাবিক হলেন , উনি যা বললেন, ওনার বাড়ির লোকের ঘুম উড়ে গেল ।উনাদের বাড়ীর সামনে হাই ওয়ে আছে, সেখানে একটি ব্রিজ সংলগ্ন একটি শপিং মলের নাম বললেন । তিনি সেখানে গিয়েছিলেন । বাকি তেনার আর কিছু মনে নেই । কিন্তু তিনি শপিং মলের নাম টা স্পষ্ট বলেছেন । এবং এখানে কোন শপিংমল ছিল না । এই ঘটনার পর দশ বছর পার হয়ে গেল। এখন তিনি আর বেঁচে নেই ।কিন্তু ওই যথাস্থানে একই নামে একটি শপিং মল খুলেছিল। এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছিল যে ওই ব্যক্তি কোনো ভুল ইনফরমেশন দেননি ।এই ঘটনাটাকে কি সময় যাত্রা বলা যায় ? নাকি কাকতালীয়ভাবে উনি যা বলেছেন তাই সত্য হলো? অনেকে বলেন উনি টেলিপোর্টিংয়ে এর মাধ্যমে ভবিষ্যতের দিকে সফর করেছিলেন ।
Shop in Amazon :-
BUY NOW
BUY NOW
অর্থাৎ উনি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে একটু বেশি সময়ের গতিতে অগ্রসর হয়েছিলেন । কিন্তু এটা কি সম্ভব ? সময় সবার জন্য একই গতিতে চলে । টেলিপোর্টিংয়ে মানে এক পলকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া । এর মাধ্যমে এক কাল থেকে অন্য কালে কি আদেও যাওয়া সম্ভব ? এখন পাঠকগণ আপনারাই বিচার করুন ।
Shop in Amazon :-
BUY NOW
BUY NOW
সমাপ্ত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন