Predestination Paradox

প্রিডেস্টিনেশন প্যারাডক্স




 সময় যাত্রা অতীতে করার জন্য সম্ভাব্য যে প্যারাডক্স গুলি সৃষ্টি হয় তাদের মধ্যে একটি জনপ্রিয় প্যারাডক্স হল প্রিডেস্টিনেশন প্যারাডক্স  । সম্প্রীতি  যদি কোন সময় যাত্রা নিয়ে মুভি তৈরি হয় বা গল্প লেখা হয়, তারমধ্যে প্রিডেস্টিনেশন প্যারাডক্স না থাকলে, সেই মুভি বা গল্প ঠিক জমে উঠেনা । প্রিডেস্টিনেশন বলতে বোঝায় যে ঘটনাটি ঘটবে বলে সময় ঠিক করে রেখেছে, আপনি শত চেষ্টা করলেও সেই ঘটনাটিকে কখনোই পরিবর্তন করতে পারবেন না । অতীতের কোনো দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা, যদি আপনি সময় যাত্রা করে ঠিক করতে চান এবং যাত্রা করেন, তবে মনে রাখবেন সেই ঘটনাটি ঘটেবে এবং সেই ঘটনাটি ঘটার জন্য এবার ভবিষ্যতে আপনি দায়ী হবেন । অর্থাৎ অতীতের একটি সাধারণ ঘটনা যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, যদিও আপনি সেই ঘটনা দ্বারা প্রভাবিত । সময় যাত্রা করে সেই ঘটনাকে বন্ধ করার চেষ্টা করেন, তবে সেই ঘটনা ঘটবেই কারণ সেটা প্রিডেস্টিনেশন ছিল ।  এই ঘটনার মূল কারন, আপনি স্বয়ং হয়ে যাবেন । কারণ এটি সময় একটা ক্যাজুয়াল লুপে ( Casual Loop) পরিবর্তন  হবে । ভবিষ্যৎ প্রজন্ম সেই সাধারন বা ভয়ঙ্কর ঘটনার  জন্য আপনাকে দায়ী করবে ।




প্রিডেস্টিনেশন ভালভাবে বোঝার জন্য তিন বন্ধুর একটি গল্পের মাধ্যমে বোঝা যেতে পারে ।এই তিন বন্ধুর নাম বিমল - পেশায় একজন লেখক , কলকাতায় থাকেন , কমল- বিমলের প্রকৃত বন্ধু বা খুবই কাছের বন্ধু- থাকেন বর্ধমান এবং পেশায় স্কুল মাস্টার । সুবির্মল - বিমলের স্কুলের বন্ধু থাকেন আমেরিকায়, তিনি একজন পদার্থবিদ এবং একজন ভালো বৈজ্ঞানিক । কমল অনেকদিন পর বিমল১ কে ফোন করলেন । তার ভালো-মন্দ জানতে চাইলেন এবং বললেন তিনি আগামী দিন অর্থাৎ  ২২ মার্চ তার বাড়িতে আসবেন এবং থাকবে বেশ কয়েকদিন । এটা শুনে বিমল১ আনন্দিত হলেন এবং কমল আসবে বলে ব্যস্ত হয়ে পড়লেন । ২২শে মার্চ সকাল থেকে বিমল১ অনেক কাজ কারন তার প্রিয়বন্ধু আসবেন বলে কথা ।এই ব্যস্ততার মধ্য সেইদিন দুপুর ১টা বাজলো, ৩টে বাজলো এখন বিকাল পাঁচটায় খুব চিন্তা হলো বিমল১ এর । তিনি কমল কে ফোন করলেন । তার ফোন নট রিচেবল । তার বাড়িতে ফোন করলেন এবং তিনি জানতে পারলেন তার বাড়ির উদ্দেশ্যে দুপুর দুটো নাগাদ বেরিয়ে পড়েছেন। এবার তিনি হতাশ হয়, টিভি চালু করলেন ।  জানতে পারলেন তার বন্ধুর মেমারি মোড়ে দুপুর ২:৪৫ নাগাদ একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে । 




বিমল১ এই ঘটনা দেখামাত্রই অনেক ভেঙে পড়লেন । তিনি হতাশায় ডুবে গেলন । এবং তিনি স্থির করলেন এই ঘটনাকে তিনি বদলাবেন । তিনি সুবির্মলের সঙ্গে যোগাযোগ করলেন । সুবির্মল ও বিমল১ এর যৌথ প্রচেষ্টায় একটা সময় যাত্রা করার যন্ত্র আবিষ্কার করলেন । হয়েতো ১০ বছর বা ১৫ বছর লাগলো । এবার বিমল১ প্রথম সময় যাত্রা করলেন । তিনি অতীতে ঠিক সেই সময় তার কিছু মুহূর্তের আগে পৌঁছে গেলেন ।একটু লেট হওয়ার পরে , তিনি গাড়ি নিয়ে খুব দ্রুত চালিয়ে গেলেন, তার বন্ধুকে বাঁচাবেন বলে । দুপুর ২:৪৫ নাগাদ মেমারি মোড়ে বিমল২ এর গাড়ি অন্য গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো । বিমল২ বেঁচে গেল কপালের জোড়ে । কিন্তু অন্য গাড়িতে থাকা একজন যাত্রীর মৃত্যু হলো । এখন পাঠক আপনি বুঝতে পারছেন অর্থাৎ কমলবাবুর মৃত্যুর জন্য বিমল২ দায়ী হলেন ।




এখন বিমল২ স্থির করলেন তিনি সময় যাত্রা করবেন । এবং বিমল৩ মেমারি মোড়ে দুপুর ২ : ৪৫ আগে এসে দাড়ালেন ।  ঠিক যে জায়গায় দুর্ঘটনা হয়েছিল তার ৩০০ মিঃ থেকে ৪০০ মিঃ আগে দাঁড়িয়ে,  তার বন্ধু গাড়িকে হাত দেখালেন । বিমল৩ তার হাতের ঘরির আলোতে, কমলবাবুর গাড়ি চালকের চোখ বন্ধ হয়ে গেলো । এবং গাড়ি দ্রুতগতিতে চলায় ৩০০ থেকে ৪০০ মিটার এগিয়ে গিয়ে দুপুর ২:৪৫ নাগাদ মেমারি মোড়ে দুর্ঘটনা হল বিমল২ এর গাড়ির সঙ্গে এবং বিমল৩ দাঁড়িয়ে দেখলেন , যথা স্থানে কমল বাবু মৃত্যু ঘটলো । সময়ের এই অবস্থাকে বলে ক্যাজুয়াল লুপ ( Casual Loop )।  অর্থাৎ বিমল২ বা বিমল 3 সময় যাত্রীরা ভবিষ্যৎ থেকে এসে অতীতে প্রভাবিত করলেন ।




এইভাবে বিমল বাবু বার বার চেষ্টা করলেন তার বন্ধু কমলবাবুকে প্রানে বাঁচাবার জন্য । তিনি যতবার চেস্টা করলেন ততোবার ব্যর্থ হলেন । এবং ততোবারই কোন না কোন কারনে বন্ধুর মৃত্যুর জন্য দায়ী হতে থাকলেন, এই ঘটনাকে প্রিডেস্টিনেশন প্যারাডক্স বলে ।

সমাপ্ত 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ