Black Box ( কালো বাক্স ) 2
কালো বাক্স ২
শিকদারদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল । সমীর মা, গিয়ে দরজাটা খুললেন । অজ্ঞাত পরিচয় ব্যক্তি, সমীর মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন , বেশ কিছুক্ষন । সমীর মা বলতেই থাকলেন, কাকে চাই ? আপনি কে ? ইত্যাদি । কিছুক্ষন পর ব্যক্তিটি কাঁদতে থাকলেন । সমীর মা বলে উঠলেন, আরে আপনি কাঁদছেন কেন ? এবং তার কান্না দেখে, সমীর মায়েরও বুক ফেটে যাচ্ছে । উনি ভাবতে লাগলেন এটা কেন হচ্ছে ? সমীর মা বললেন , আপনি কে দাদা, আমি ঠিক চিনতে পারছিনা । ব্যক্তি বললেন , আপনি আমায়ে চিনবেন না , আপনার ছেলে জন্য একটা কালো বাক্স আছে । মা বললেন কিন্তু আমার ছেলেতো ছোটো ওকে কেউ কেন কিছু পাঠাবে ? আপনি নিয়ে নিন , সমীরণকে দিয়ে দেবেন বড়ো হলে । সমীর মা ভাবতে লাগলেন, কি এটা ? আমরা নেবো কেন ? কি হবে বাক্সটা দিয়ে ? হঠাৎ সামনে তাকিয়ে দেখে লোকটা নেই ।
সমীর মা কালো বাক্সটাকে বাহিরে ফেলে রাখলেন । সমীর মা ভাবলেন , না জানি এই বাক্সে কি না কি আছে , লোকটাকে খুব চেনা লাগলেও ভরসা হচ্ছে না , যে এই বাক্সটা ঘরে তুলি । সমীর বাবান আসুক , তিনি কি বলে দেখি । আবার কলিং বেলের শব্দ, সমীর মা বলে উঠলেন কে ? উত্তরে - ম্যায় সুনি চাচা দিদিমণি । দরজা খুলা আছে ভিতরে এসো । হ্যা বল, দিদিমণি ওই লোকটাকে আমি ইধার লেকার আয়াথা । ও বড়ো আজিব আছে । ও হামকো সুনি চাচা মাতলাব সমী দাদাবাবু মাফিক পুকারা । হা করে শুনছিলেন , সমীর মা । মা বললেন , তারপর । হামকো বলা এপ্রিল মাহিনামে বিশ তারিখ মেরে সাত কুছ হাসসা হোগা । মুছে ডর লাগছে , দিদিমণি । ওই বাক্স যো বাহারমে হ্যায় , ও অাদমি সমীদাদাবাবুকে দেনে কে লিয়ে , লেকার অ্যায়া হ্যায় । সমীর মা , ঠিক আছে সুনিল দা ভয় করো না ।
তখন রাত আটটা শিকদারদের বাড়ি আবার কলিং বেল বাজলো । সমীর মা দরজা খুললেন । সমীর বাবা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, এটা কীসের বাক্স ? কোথায় পেলে ? এতো বড়ো বাক্স দিয়ে কি হবে । এই কথা শুনামাত্র সমীর মা বললেন , সব সেই কথা , যেগুলো বিকালে ঘটেছিল । শুনা মাত্র সমীর বাবা , বাহিরে গেলেন ও বাক্সটাকে ভালোভাবে দেখলেন । এবং অনেক মতামত বিনিময়ে করার পর , ঠিক করলেন , এই বাক্সটা তারা তাদের স্টোর রুমে রাখবেন । এবং তাই করলেন । কিন্তু একটা ব্যাপারে খুব অবাক হলেন, কালো বাক্সটা পুরো খালি ।
বেশকিছু দিন কেটে যাওয়ার পর । কোনো এক রবিবারে , সমীর বাবা বাজারে গেলেন , বাজার করতে । বাজার করে ফেরার পথে তাকে পাড়ার লোক আটকালেন । কি হয়েছে তাদের বলতে , তারা বললেন , গত কুড়ি তারিখে সুনিল ভ্যানওয়ালা একটা দূর্ঘটনায় মৃত্যু হয়েছে । সেই কারনে তার পরিবারের জন্য চাঁদা তুলছেন । সমীর বাবা বাড়ি ফিরে , তার বউকে সব জানালেন । আর দুজনে অবাক হয়ে বসে রইলেন । আর মনে মনে ভাবতে থাকলেন ওই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি আসলে কে ? ওই খালি কালো বাক্সটা বা কি ?
সমাপ্ত ( পরবর্তী অংশ কিছু দিন পর আসবে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন