Black Box ( কালো বাক্স ) 2
কালো বাক্স ২ শিকদারদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল । সমীর মা, গিয়ে দরজাটা খুললেন । অজ্ঞাত পরিচয় ব্যক্তি, সমীর মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন , বেশ কিছুক্ষন । সমীর মা বলতেই থাকলেন, কাকে চাই ? আপনি কে ? ইত্যাদি । কিছুক্ষন পর ব্যক্তিটি কাঁদতে থাকলেন । সমীর মা বলে উঠলেন, আরে আপনি কাঁদছেন কেন ? এবং তার কান্না দেখে, সমীর মায়েরও বুক ফেটে যাচ্ছে । উনি ভাবতে লাগলেন এটা কেন হচ্ছে ? সমীর মা বললেন , আপনি কে দাদা, আমি ঠিক চিনতে পারছিনা । ব্যক্তি বললেন , আপনি আমায়ে চিনবেন না , আপনার ছেলে জন্য একটা কালো বাক্স আছে । মা বললেন কিন্তু আমার ছেলেতো ছোটো ওকে কেউ কেন কিছু পাঠাবে ? আপনি নিয়ে নিন , সমীরণকে দিয়ে দেবেন বড়ো হলে । সমীর মা ভাবতে লাগলেন, কি এটা ? আমরা নেবো কেন ? কি হবে বাক্সটা দিয়ে ? হঠাৎ সামনে তাকিয়ে দেখে লোকটা নেই । সমীর মা কালো বাক্সটাকে বাহিরে ফেলে রাখলেন । সমীর মা ভাবলেন , না জানি এই বাক্সে কি না কি আছে , লোকটাকে খুব চেনা লাগলেও ভরসা হচ্ছে না , যে এই বাক্সটা ঘরে তুলি । সমীর বাবান ...